• Contact Email
  • regigraduate@juniv.edu

  • Contact Number
  • 01884885630
  • 01884885631

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সেল

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ১৯৭৩ এর ১৯ (১) (আই) ধারা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সদস্যগণের প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সংক্রান্ত সংশোধিত সংবিধি (চতুর্থ)-এর ১.৩ ধারা অনুযায়ী ‘রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সেল’ কর্তৃক প্রণীতব্য তালিকায় নাম অন্তর্ভূক্তির জন্য ju-regigraduate.org ওয়েবসাইটে  ছবিসহ অন্যান্য তথ্যাদি আপলোড করতে অনুরোধ করা যাচ্ছে।