• Contact Email
  • regigraduate@juniv.edu

  • Contact Number
  • 01614696557
  • 01614696558

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ১৯৭৩ এর ১৯ (১) (আই) ধারা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সদস্যগণের প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সংক্রান্ত সংশোধিত সংবিধি (চতুর্থ)-এর ১.২ ধারা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (পাশ)/স্নাতক (সম্মান), এম.ফিল এবং পি-এইচ.ডি. ডিগ্রি অর্জনকারীদের মধ্যে ফল প্রকাশের কমপক্ষে ৩ (তিন) বছর পর ‘রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সেল’ কর্তৃক প্রণীতব্য তালিকায় নাম অন্তর্ভূক্তির জন্য ছবিসহ অন্যান্য তথ্যাদি আপলোড করতে অনুরোধ করা যাচ্ছে। ‘রেজিস্টার্ড গ্র্যাজুয়েট’ (সাধারণ/আজীবন) নিবন্ধনের এই প্রক্রিয়া বছরব্যাপী চলমান থাকবে।